আমার শিরায় জ্বলে আগুন,
রুদ্ধশ্বাসে পুড়তে চায়।
আমার চোখে ঝড়ো মিছিল,
শ্লোগানে বদ্ধ উপমায়।

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

The influence of the media during the 2016 presidential election in the United States



The US media had a major influence on the US presidential election in 2016. The media's role was more controversial than ever before. Such a shameless position from the media had never been seen before. Some US television networks and magazines openly supported Donald Trump, while others only portrayed the negative aspects of Hillary Clinton. In reality, television channels are responsible for the rise of a candidate like Trump. I'm not saying that Trump is a bad person, but the truth is he is not the ideal candidate for the USA. Nevertheless, he won the election, and the US media played a role in that.

In the United States presidential election, the media plays a crucial role in determining the outcome. Since the 1960s, media influence has been incredibly important in winning elections in the USA. Most voters have busy lives, so they choose their preferred candidate based on what they see on television. The media often focuses on issues related to the candidates' personal lives, which are sometimes more important than daily news.

During the 2016 US presidential election, some US media outlets took controversial positions. Hillary Clinton consistently advocated for improving the lives of low-income workers and immigrants, which led her to propose increasing taxes for the wealthy. On the other hand, real estate businessman Trump aligned himself with the interests of the wealthy class. For him, the elite of society were crucial. Since the owners of TV channels and newspapers tend to be wealthy, their influence can be seen in the media's positive coverage of Trump. Some analysts even argued that the media transformed Trump into a political figure. Despite making several derogatory comments about women, immigrants, and Muslims, Trump was portrayed by some media as an agent of change. They published numerous articles about Hillary's email controversy but did not give as much coverage to the Trump tax scandal. Additionally, US media focused more on Trump than other important Republican politicians.


Conversely, some other media outlets opposed Trump. They depicted him as an abusive and manipulative person and openly campaigned against him, expressing their support for Hillary Clinton. Several public opinion polls predicted Clinton's victory. Furthermore, the media did not hesitate to label Trump as "mad." Media organizations like the New York Times, the Washington Post, and the Wall Street Journal openly opposed Trump. In response, Trump criticized the media on Twitter, claiming that they did not accurately cover his rallies. He felt that they did not show the large number of people attending his events or capture the excitement of his supporters.

During the election, both parties blamed the media, but I can confidently say that the media's impact was crucial to Trump's victory. Trump's lower approval rating in opinion polls actually increased the sympathy of the US people towards him. Media influence is present in elections worldwide, but Donald Trump's triumph in the 2016 US presidential election demonstrates that the media's impact on that particular election was the highest in history.




সোমবার, ২ অক্টোবর, ২০১৭

বিংশ শতাব্দীর ভয়াবহ ১০ যুদ্ধ


যেকোনো যুদ্ধ একটি জাতির জন্য বিপর্যয় ডেকে আনে। যুদ্ধকালীন সহিংসতায় নিহত হয় অসংখ্য মানুষ, ধ্বংস হয় ঘরবাড়ি, বিপর্যস্ত হয় অর্থনীতি আর ব্যাহত হয় নিরাপত্তা। একটা দেশ বা জাতির জন্য যুদ্ধের থেকে খারাপ কিছু হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবসত মানব ইতিহাসে যুদ্ধ সবসময় ই ছিল একটি সাধারণ ঘটনা। তারমধ্যে বিংশ শতাব্দী ছিল সবথেকে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে এই শতাব্দীতেই সংগঠিত হয়েছিল ২ টি বিশ্বযুদ্ধ ও অসংখ্য বিপ্লব।

বিংশ শতাব্দীতে ঘটা এ যুদ্ধগুলো বিশ্বজুড়ে শক্তির ভারসাম্যে প্রভাব ফেলেছে। যুদ্ধের কারণে নতুন নতুন পরাশক্তির আবির্ভাব ঘটেছে আবার অনেক পরাশক্তির পতন ও ঘটেছে। স্বাধীন হয়েছে শত দেশ আবার সম্পূর্ণ নিভে গেছে কোনো কোনো জাতির স্বাধীনতা আন্দোলন। কিন্তু সবগুলো যুদ্ধেরই একটা সাধারণ মিল ছিল, সেটা হল অগণিত মানুষের মৃত্যু। বিংশ শতাব্দীর সবথেকে ভয়াবহ ১০ টি যুদ্ধ নিয়েই আজ লিখছি।

১০)সোভিয়েত-আফগান যুদ্ধ(১৯৭৯-১৯৮৯)- সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়েছিল ১৯৭৯ সালে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিজম বিরোধী আফগান গেরিলাদের মধ্যে। তখন আফগানিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের সীমান্তবর্তী দেশ। যুক্তরাষ্ট্রের হুমকি থেকে নিরাপদ থাকতেই সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল আফগানিস্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে। সোভিয়েত ইউনিয়নকে থামাতে যুক্তরাষ্ট্র তখন আফগানিস্তানের ইসলামী প্রতিরোধ বাহিনীকে প্রায় ১০ বিলিয়ন ডলারের অর্থ প্রদান করে। যুদ্ধে প্রায় ১৩০০০ সেনা হারানোর পরে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছেরে চলে আসে। অপরদিকে এ যুদ্ধে প্রায় ১০ লাখ আফগান মুজাহিদ ও সাধারণ মানুষ নিহত হয়েছিল।

০৯) কোরীয় যুদ্ধ(১৯৫০-১৯৫৩)- কোরীয় যুদ্ধ ছিল কোল্ড ওয়ারের একটি অংশ। ৩৮তম সমান্তরাল রেখা ধরে কোরিয়া উপদ্বীপকে আলাদা করা হয়েছিল। উত্তর কোরিয়ার সরকার হচ্ছে কমিউনিস্ট তথা সাম্যবাদী সরকার। তাদের সাথে ছিল কমিউনিস্ট চীন ও সোভিয়েত ইউনিয়নের দারুণ সম্পর্ক। অপরদিকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র একটি ডানপন্থী সরকার প্রতিষ্ঠা করেছিল। তখন ৩৮তম সমান্তরাল রেখা দুই কোরিয়ার মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে থাকে। এরই প্রেক্ষিতে ১৯৫০ সালের জুনে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আক্রমন করে এবং এর মাধ্যমে কোরীয় যুদ্ধ শুরু হয়। এর একপক্ষে লড়াই করে উত্তর কোরিয়া ও চীনের সেনাবাহিনী এবং তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করে সোভিয়েত ইউনিয়ন। অপরপক্ষে লড়াই করে দক্ষিন কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ যুদ্ধে প্রায় ২৫ লাখ বেসামরিক মানুষ নিহত হয়। ১৯৫৩ এর ২৭ জুলাই দু পক্ষের মাঝে যুদ্ধবিরতি সাক্ষরিত হয়।



০৮) বাঙলাদেশের স্বাধীনতা যুদ্ধ(১৯৭১)- পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনকে চিরতরে মুছে দিতে পাকিস্তান আর্মি বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পরে ২৫ মার্চ ১৯৭১ সালে। এরই মাধ্যমে শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা  যুদ্ধ। যুদ্ধে নিহত হয় ৩০ লাখের বেশি বাঙালি। মার্কিন নীলনকশা অনুযায়ী হত্যা করা হয় শত শত বুদ্ধিজীবী। সোভিয়েত ইউনিয়ন ও ভারত বাঙলাদেশকে সমর্থন দিয়েছিল তখন। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল পাকিস্তানকে। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পাকিস্তান আর্মি ঢাকায় আত্মসমর্পন করে এবং স্বাধীন বাঙলাদেশ শত্রুমুক্ত হয়।

০৭) নাইজেরিয়ার গৃহযুদ্ধ(১৯৬৭-১৯৭০)- নাইজেরিয়ার একটি অঞ্চল বায়াফ্রা ১৯৬৭ সালের ৩০ মে নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। বায়াফ্রাকে সাহায্য করে যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্স। অপরদিকে নাইজেরিয়া সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্যের সমর্থন পায়। যুদ্ধের এক পর্যায়ে নাইজেরিয়া চারদিক থেকে ঘিরে ফেলে বায়াফ্রাকে। এতে বায়াফ্রাতে সৃষ্টি হয় ভয়াবহ দুর্ভিক্ষের। ১৯৭০ সালের ১৫ জানুয়ারি যুদ্ধ শেষ হয় এবং বায়াফ্রা রাষ্ট্র বিলুপ্ত হয়। এ যুদ্ধে ও যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে প্রায় ৩০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল।


০৬) দ্বিতীয় কঙ্গো যুদ্ধ(১৯৯৮-২০০৩)- দ্বিতীয় কঙ্গো যুদ্ধকে হচ্ছে আফ্রিকার ইতিহাসে ঘটা সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। এ যুদ্ধে প্রায় ৫৪ লাখ মানুষ নিহত হয়। আফ্রিকার ৭ টি জাতি সরাসরি এ যুদ্ধে অংশ নিয়েছিল। খনিজ সম্পদের উপরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ যুদ্ধের সূচনা ঘটে। ২০০৩ সালে কঙ্গোতে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলে এ যুদ্ধ থেমে যায়



 ০৫) ভিয়েতনাম যুদ্ধ(১৯৫৫-১৯৭৫)- ভিয়েতনামের দুটি অংশ ছিল, উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামের নিয়ন্ত্রণে ছিল কমিউনিস্টরা। অপরদিকে দক্ষিণ ভিয়েতনামে যুক্তরাষ্ট্র কমিউনিস্টবিরোধী সরকার প্রতিষ্ঠা করে। উত্তর ভিয়েতনাম চেয়েছিল সমগ্র ভিয়েতনামকে নিয়ে একটি কমিউনিস্ট রাষ্ট্র গঠন করতে। কিন্তু মার্কিনিরা ভয় পেয়েছিল যদি পুরো ভিয়েতনাম কমিউনিস্টদের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বত্র সাম্যবাদ ছরিয়ে পরবে। তাই যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে জরিয়ে পরে। যুদ্ধে প্রায় ৩২ লাখ ভিয়েতনামি এবং ৫৮০০০ মার্কিন সেনা নিহত হয়। ভিয়েতনামে যে পরিমাণ বোমা ফেলা হয়েছিল তা ছিল ২য় বিশ্বযুদ্ধের দ্বিগুন। এরপরেও কমিউনিস্টদের কাছে যুক্তরাষ্ট্র হেরে যায়। ১৯৭৫ সালে দুই ভিয়েতনাম এক হয়ে কমিউনিস্ট শাসনের অধীনে চলে আসে।

Viet Cong

০৪) রাশিয়ার গৃহযুদ্ধ(১৯১৭-১৯২২)- রাশিয়ার গৃহযুদ্ধটি বলশেভিক রেড আর্মি ও হোয়াইট আর্মির মধ্যে সংগঠিত হয়। কমরেড লেনিনের নেতৃত্বে থাকা রেড আর্মি ছিল সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ এবং হোয়াইট আর্মি ছিল পুঁজিবাদ তথা সমাজতন্ত্রের বিকল্প ভাবধারার। ১৯১৭ সালে রাশিয়ান সাম্রাজ্যের পতনের পরে এ যুদ্ধ শুরু হয়। রেড আর্মিকে থামাতে তখন রাশিয়ার বাইরের অনেক শক্তিও রেড আর্মির বিপক্ষে যুদ্ধ করেছিল এ সময়। কিন্তু ১৯২১ সাল নাগাদ রেড আর্মির কাছে হোয়াইট আর্মি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পরে। এ যুদ্ধে প্রায় ৯০ লাখ মানুষ নিহত হয়।

Red Army

০৩) প্রথম বিশ্বযুদ্ধ(১৯১৪-১৯১৮)- এমন একটি যুদ্ধ যাতে পতন ঘটেছে শক্তিশালী টি সাম্রাজ্যের। পাল্টে গিয়েছিল সমগ্র পৃথিবীর রাজনীতি। যুদ্ধটি শুরু হয় ১৯১৪ সালের ২৮ জুন হাঙ্গেরি সাম্রাজ্যর উত্তরাধিকারি আর্চডিউক ফ্রাঞ্জ ফারদিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে। সমগ্র ইউরোপ যুদ্ধে জরিয়ে পরেছিল। প্রথম বিশ্বযুদ্ধ মধ্যপ্রাচ্যকে রূপ দিয়েছিল এবং পৃথিবীর প্রথম কমিউনিস্ট স্টেট সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়েছিল। শতাব্দীর অন্যতম ভয়াবহ যুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় দেড় কোটি মানুষ।




০২) দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ(১৯৩৭-১৯৪৫)- যদিও চীন জাপানের মাঝে যুদ্ধ লেগেই ছিল তাও মার্কো পোলো ব্রীজ ঘটনার মাধ্যমে ১৯৩৭ সালে চীন-জাপান যুদ্ধ পুরদমে শুরু হয়। সাংহাই ও নানকিং এর পতন ঘটে খুব দ্রুত। জাপানিরা নানকিং এ ভয়াবহ গণহত্যা চালায়। এ যুদ্ধে ২ কোটির ও বেশি মানুষ নিহত হয়েছিল। ২য় বিশ্বযুদ্ধে জাপানের হারের মাধ্যমে এ যুদ্ধ শেষ হয়। এ যুদ্ধে চীন সোভিয়েত ইউনিয়নের থেকে ব্যাপক সাহায্য পায়। চীন-জাপান যুদ্ধ এশিয়ায় গত শতকে হওয়া সবচেয়ে ভয়াবহ যুদ্ধ।

০১) দ্বিতীয় বিশযুদ্ধ(১৯৩৯-১৯৪৫)- মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ যুদ্ধ হচ্ছে ২য় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার মাত্র ২৫ বছরের মধ্যেই ২য় বিশ্বযুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের জন্য দায়ী করা হয় এডলফ হিটলারকে। প্রায় সমগ্র ইউরোপে কর্তৃত্ব স্থাপনের পর সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে এ যুদ্ধে নতুন মাত্রা যুক্ত করে জার্মানি। ২য় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ছিল সোভিয়েত ইউনিয়ন, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। অপরদিকে জার্মানির সাথে ছিল জাপান ও ইটালি। এ যুদ্ধে ৬ কোটির ও বেশি মানুষ নিহত হয়েছিল যার অর্ধেকই ছিল সোভিয়েত নাগরিক। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন আক্রমণ ও মিত্রবাহিনীর হাতে জার্মানির পতনের মাধ্যমে ২য় বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারিত হয়। পৃথিবীর প্রথম ও একমাত্র পরমাণু বোমা হামলার ঘটনা ঘটে এ যুদ্ধে। পৃথিবীতে নতুন পরাশক্তির আবির্ভাব ঘটে, শুরু হয় সোভিয়েত ইউনিয়ন-যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ। মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে।